বাসস
  ২৭ মার্চ ২০২৫, ১৩:৪৭
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৪:০০

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং আজ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি: বাসস

হাইনান (চীন), ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং আজ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন।

তিনি আজ সকালে হাইনানের কিয়ংহাইয়ে বোয়াও স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে জানান, প্রধান উপদেষ্টা আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনও বক্তব্য রাখবেন।