শিরোনাম
ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে তিনি আজ শনিবার সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
সচিব আরও বলেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বসে আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, ছিনতাই, চুরি, ডাকাতি হবে না, মলম পার্টির উপদ্রব থাকবে না, সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাবো।’
বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরটিএ প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করেছে। এ ছাড়াও পুলিশ ও র্যাবের টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সকল সমস্যার সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান ।
তিনি এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।