বাসস
  ৩১ মার্চ ২০২৫, ১৫:১০
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৯:৩১

তথ্য উপদেষ্টা শহীদ সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ

ঈদের দিন জুলাই অভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: মাহফুজ আলম

নারায়ণগঞ্জ, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তথ্য উপদেষ্টা শহীদ সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মতো অনেক মানুষকে ফ্যাসিবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুনিদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য’।

উপদেষ্টা মাহফুজ সুমাইয়ার নয় মাস বয়সী শিশু কন্যার হাতে ঈদের উপহারও তুলে দেন।