শিরোনাম
ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান যুবসমাজের জন্য সুনির্দিষ্ট উদ্যোগসহ সকলের জন্য সর্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
আজ এখানে প্রাপ্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ এপ্রিল জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক কমিশনের (সিপিডি৫৮) ৫৮তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বিবৃতি প্রদানকালে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক রহমান তার বিবৃতিতে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সম্প্রসারণ, পরিষেবা প্রদানে উদ্ভাবন চালনা এবং কমিউনিটি ক্ষমতায়নে মুনাফা পুনঃবিনিয়োগের মাধ্যমে উদ্যোগগুলোকে সম্পৃক্ত করে সামাজিক ব্যবসা মডেলগুলোকে কাজে লাগানোর সম্ভাবনা তুলে ধরেন।
তিনি বিশ্বব্যাপী সহযোগিতায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইউএনএফপিএ নির্বাহী বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান সদস্য হিসেবে বিশেষ করে মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ তার অভিজ্ঞতা এবং শিক্ষা ভাগাভাগি করতে প্রস্তুত।
ইউএনএফপিএ আয়োজিত ‘মহিলা ও নবজাতকের জন্য স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানের সাইড লাইনেও অধ্যাপক রহমান বক্তব্য রাখেন।
তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের উন্নয়নে ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য ধাত্রী শিক্ষা, প্রশিক্ষণ এবং আরও ধাত্রী পদ তৈরির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন হাজার পেশাদার ধাত্রী কর্মরত আছেন এবং এই সংখ্যা আরও বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জনসংখ্যা উন্নয়ন ও কমিশনের ৫৮তম অধিবেশনে অধ্যাপক সাঈদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্ক সফর করছেন। ৭ এপ্রিল শুরু হওয়া এ অধিবেশন চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. সারওয়ার বারী এবং মহিলা বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হক।