শিরোনাম
ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস): বিনিয়োগ সামিটে স্থানীয় উদ্যোক্তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণীত করেছে। এতো বেশি মানুষ উপস্থিত হয়েছে যে, তাদের প্রত্যেকে জায়গা দেয়া সম্ভব হয়নি। এর কারণ, আমরা যাদের দাওয়াত দিয়েছি তারা সকলে উপস্থিত হয়েছেন। আমাদেরও ধারণা ছিল না যে এতো মানুষ উপস্থিত হবেন। আগামীতে আমরা বড় করে চীন বাংলা মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিনিয়োগ সামিট করবো।
আজ বুধবার বিনিয়োগ সামিটের ৩য় দিনের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক বিনিয়োগকারী, উপদেষ্টা, সচিব আজ সারাদিন এখানে ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সাইট লাইনে আরও অনেকগুলো সভা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছু বিনিয়োগকারি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। জারা, লাফার্জ সিমেন্ট ও জার্মান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া ডিপি ওয়াল্ডের সিইও’র সাথে বৈঠক হয়েছে।
ডিপি ওয়াল্ডের সিইও বাংলাদেশে ফ্রি ট্রেড জোন করার প্রস্তাব দিয়েছেন। এটি হলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। আমরা বলেছি, এটা আমাদের জন্য নতুন। ফ্রি ট্রেড জোন করার আগে আমাদের অভিজ্ঞতা নিতে হবে। এজন্য শিগগিরই বাংলাদেশের একটি প্রতিনিধি দল পাঠানো হবে।
লাফাজ সিমেন্টের প্রতিনিধি কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, আমরা সেগুলো এড্রেস করার চেষ্টা করবো বলে জানিয়েছি। জার্মান প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা আর কি করতে পারি। তারা বলেছেন, এ ধরনের সামিটে আরও বেশি জার্মান আনতে হবে। আমরা তাদের বলেছি, বড় পরিসরে না হলে সারা বছরই ছোট করে বিনিয়োগ সম্মেলন হতে পারে। সে চেষ্টা করবো। যুক্তরাজ্যের প্রতিনিধিরা আমাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।
এছাড়া এফডিআই আকর্ষণ করতে শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বুধবার আইএলও এর সাথে বিডার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের শ্রমমান অনেক নিচে। এটিকে আমরা আরও উপরে নিতে চাই। যাতে শ্রম অধিকারগুলো সুসংহত থাকে।
এছাড়া চীনা একটি টেক্সটাইল কোম্পানির সাথে চুক্তি হয়েছে তারা বাংলাদেশ ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। চীনা বিনিয়োগকারীরা আরও জানিয়েছে তারা শিগগিরই ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আবার আসবে।
বিডা নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, এবারের বিনিয়োগ সামিটে বিদেশি বিনিয়োগকারীদের সাথে রাজনীতিবীদদেরও সংযোগ তৈরি করে দেয়া হয়েছে।
বিনিয়োগকারীদের সাথে আলোচনার সময় বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা তাদের কিছু উপহারও দিয়েছেন। বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছেন, যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে বর্তমান সরকার যেসব নীতি-পলিসি ঘোষণা করছে সেগুলো ঠিক থাকবে কি না।
বিডা নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, সামিটে বেশিরভাগ বিনিয়োগকারী ট্রেকস্টাইল, গার্মেন্ট, নাবায়নযোগ্য জ্বালানি ও লাইট ইঞ্জিনিয়ারিংখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।