বাসস
  ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ অনুষ্ঠিত বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বছর পর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজন করে।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এফওসি’তে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।