বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:২৫
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩১

পোপের মরদেহ কফিনে রাখা হবে রাত ৮টায়: ভ্যাটিকান

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) :  পোপ ফ্রান্সিসের মরদেহ সোমবার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮০০) থেকে পোপের আবাসস্থল সেন্ট মার্তা আবাসনের চ্যাপেলে রাখা হবে।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, ‘আজ সোমবার, ২১ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টায় পবিত্র রোমান চার্চের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন জোসেফ ফ্যারেল মৃত্যুসনদ যাচাই ও মরদেহ কফিনে রাখার ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করবেন।'