বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৪:২৮

প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব বিষয়ে বক্তব্য দিচ্ছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

দোহা (কাতার), ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেছেন।

সেখানে তিনি বক্তব্য প্রদান করছেন। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন।

তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ তোমার মেধাকে কাজে লাগাতে হবে।’