বাসস
  ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৮

বাইডেনের সাথে আলোচনায় পুতিন খুশি, নিষেধাজ্ঞার বিরুদ্ধে সতর্ক বার্তা : ক্রেমলিন

মস্কো, ৩১ ডিসেম্বর, ২০২১ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার ফোনালাপে  সন্তুষ্টি প্রকাশ করলেও ইউক্রেন প্রশ্নে উত্তেজনার প্রেক্ষাপটে জোরালো নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মার্কিন নেতাকে সতর্ক করে দিয়েছেন। ক্রেমলিন একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ক্রেমলিন সার্বিকভাবে এ আলোচনায় খুশি। তবে তিনি আরো বলেন, পুতিন বাইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো আসন্ন নিরাপত্তা আলোচনা থেকে একটি বাস্তবসম্মত ‘ফলাফল’ আশা করে এবং তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। ‘এটি হবে একটি বড় ভুল। আমরা আশা  করি তা ঘটবে না।’