বাসস
  ০১ জানুয়ারি ২০২৩, ১০:৪৬
আপডেট  : ০১ জানুয়ারি ২০২৩, ১০:৫০

ডিআরকঙ্গোতে কাদামাটি ধসে অন্তত ১০ খনি শ্রমিক নিহত

বুকাভু (ডিআরকঙ্গো), ১ জানুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): ডিআরকঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছে। 
স্থানীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।
সূত্র মতে, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুটি স্বর্ণখনিতে কাদামাটির এ ধস নামে।
ফিজির প্রশাসক জানান, এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। আরো নয়জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেক লোক। 
স্থানীয় রেডক্রস কর্মকর্তা ওন্সফোর কাবিন্দিলওলা ১০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন।
উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মধ্য ডিসেম্বরে রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টির কারণে বন্যায় ১৬০ জনেরও বেশি লোক মারা গেছে।