শিরোনাম
ইস্তাম্বুল, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ১৫,৮০০ ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা প্রচন্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টার করে যাচ্ছে। খবর এএফপি’র।
কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, সোমবারের ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে ১২,৮৭৩ জন এবং সিরিয়ায় ২,৯৯২ জন মারা গেছে। দুই দেশ মিলে মৃতের এ সংখ্যা বেড়ে মোট ১৫,৮৬৫ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।