শিরোনাম
বুদাপেস্ট, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : হাঙ্গেরি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রত্যাশাকে সমর্থন করে না। তারা ইউক্রেনের জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইইউ দলে কিয়েভের সম্ভাব্য প্রবেশের কথা বলেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জারজেলি গুলিয়াস বৃহস্পতিবার সাংবাদিকদের এমন কথা বলেছেন। খবর তাস’র।
ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রত্যাশার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, বিশ্বের যেকোন দেশ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে পারে।
এক্ষেত্রে গুলিয়াস সতর্ক করে বলেন, ‘তবে এই মুহূর্তে ইউক্রেনের তড়িঘড়ি করে ন্যাটোতে যোগ দেওয়ার অর্থ দাঁড়াবে বিশ্বযুদ্ধ।’
ইউক্রেনের ইইউ’র সদস্যপদ পাওয়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন, এক্ষেত্রে কিয়েভকে অবশ্যই জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে হবে বিশেষকরে ট্রান্স-কার্পাথিয়ান অঞ্চলে বসবাসকারি ইউক্রেনের হাঙ্গেরীয়দের।