বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩

স্প্রিন্টার ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): এশিয়ান ইনডোর এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করায় দেশের দ্রুততম স্প্রিন্টার ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
প্রথম কোন বাংলাদেশী হিসেবে এশিয়ান ইনডোর এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন ইমরানুর। গতকাল শনিবার রাতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় স্বর্ণ জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। এর মাধ্যমে  বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ছাড়াও অসাধারণ এই সফলতায় ইমরানুরকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া,  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এমন সফলতায় ইমরানুরকের আরো শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ল্ড এ্যাথলেটিকস এর সভাপতি  সিবাস্তিয়ান কু, এশিয়ান এ্যাথলেটিকস এর সভাপতি জেনারেল দাহলান আল হামাদ, সাফ সভাপতি ললিত কে ভানট, এ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল জে সামরওয়ালাসহ সাফের সব দেশের সভাপতি ও সেক্রেটারীরা।
অভিনন্দনের  জবাবে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরানুর রহমান।  ধন্যবাদ জানিয়েছেন  ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া,  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে।
২৯ বছর বয়সি এই স্প্রিন্টার সেমি ফাইনালে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে চুড়ান্ত প্রতিযোগিতায় সুযোগ লাভ করেন। যা ছিল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১৮ দেশের এ্যাথলেটদের মধ্যে দ্বিতীয় সেরা টাইমিং।
এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বাদ পড়েছেন ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। এর আগে এই ইভেন্টে তার টাইমিং ছিল ৮. ৫০ সেকেন্ড।