শিরোনাম
নেজাহুয়ালকোইওলট (মেক্সিকো), ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকালে একটি গণ অনুষ্ঠানে মঙ্গলবার শতাধিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সমকামী বিবাহকে বৈধতা দেয়ার জন্য দেশটির সর্বশেষ রাজ্যগুলোর একটিতে এমন বিয়ের আয়োজন করা হয়। খবর এএফপি’র।
২৪ বছর বয়সী সারাই ভার্গাস বলেন, ‘এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তারিখ। কারণ আমরা ১৪ ফেব্রুয়ারি দেখা করি।’ আর এই সাক্ষাতের সূত্র ধরেই তিনি তার সঙ্গী ২৭ বছর বয়সী ইয়াজমিন অ্যাকোস্তাকে বিয়ে করেন।
তিনি আরো বলেন, ‘আমরা খুশী কারণ, এখানে মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেয়া হয়। তাই আমারা এ বছর বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি।’
পৌরসভার এক কর্মকর্তা জানান, প্রায় এক হাজার দম্পতি এ অনুষ্ঠানে অংশ নেন। তাদেরকে কর্তৃপক্ষ হেয়ারড্রেসিং এবং মেক-আপ পরিষেবা প্রদান করে।