বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫

চীনের খনি ধসে ছয় জন নিহত 

বেইজিং, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে শুক্রবার কয়েক ডজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়।  রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।
বুধবার মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা লেফট ব্যানার এলাকায় ১৮০-মিটার উঁচু খোলা কয়লার  খনিতে ধসের পর শত শত উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে অভিযান চালায়। তবে একইদিনে আরেকটি ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। খবর সিনহুয়া’র।
রাষ্ট্রীয় সিসিটিভি’র তথ্য অনুযায়ী, এখনও ৪৭ জনের খোঁজ পাওয়া যায়নি। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ও অপর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, নিখোঁজ কর্মিদের খুঁজে পাওয়ার আশা না হারিয়ে অবিলম্বে নিখোঁজ কর্মীদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ধসের ফলে জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালিত খনির বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিসিটিভি বলেছে, পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। সিনহুয়া শুক্রবার বলেছে, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিস্তারিত তদন্ত করার আহ্বান জানিয়েছে।