বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৪
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

আলজিয়ার্স, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার একটি বাস গিরিখাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নাগরিক সুরক্ষা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সূত্র জানায়, বাসটি আলজিয়ার্স থেকে টিকজদা যাওয়ার সময় এল আসনাম শহরের কাছে ১৫০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে যায়। এটি একটি পাহাড়ী রিসোর্ট যা পর্যটকটের কাছে খুবই জনপ্রিয়।
এ ঘটনায় আহত সকলকে নিকটবর্তী বুইরা হাসপাতালে নেওয়া হয়েছে।
টিকজদা পাহাড়ী অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রবল তুষারপাতের পর সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
জাতীয় নিরাপত্তা সংস্থা জানায়, দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে গণপরিবহনের চালকদের আইন মেনে গাড়ি না চালানো এবং মোটরচালকদের বেপরোয়া গতি।