শিরোনাম
সিউল, ২ মার্চ, ২০২৩(বাসস ডেস্ক): উত্তর কোরীয় নেতা কিম জং উন ব্যর্থ না হয়ে শস্য উৎপাদনের লক্ষ্য অবশ্যই পূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য ঘাটতি চলছে, এ খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে।
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও পরামাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া অব্যাহত অবরোধের আওতায় রয়েছে। দেশটি দীর্ঘ দিন ধরেই খাদ্য ঘাটতি মোকাবেলা করে আসছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকের শেষ দিনে বুধবার কিম ব্যর্থ না হয়ে চলতি বছরের শস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের জন্যে আন্তরিক আহ্বান জানান।
খবরে আরো বলা হয়, কিম তার বক্তব্যে দেশজুড়ে কৃষি উৎপাদন বাড়াতে শস্য খাতের দিকনির্দেশনার অস্থিরতা কাটিয়ে উঠার প্রতি মনোযোগ দেয়া এবং প্রতি হেক্টর জমিতে শস্য উৎপাদন বাড়ানোয় মনোনিবেশ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
কিম সোমবার কৃষি উৎপাদনের মৌলিক পরিবর্তনের ডাক দেয়ার পর সর্বশেষ এ সংবাদটি প্রকাশ করা হলো।
এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে গত মাসে অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।