বাসস
  ০৩ মার্চ ২০২৩, ১৯:১৩

হবিগঞ্জে সুইমিং পুলের নির্মাণকাজ শুরু

হবিগঞ্জ, ৩ মার্চ ২০২৩ (বাসস) : জেলায় আজ সুইমিং পুল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দীর্ঘ এবং ৩০ ফুট প্রস্তের এ সুইমিং পুলটি নির্মান করা হচ্ছে। 
আজ শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্সে এ সুইমিং পুলের মূল ঢালাইকাজ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লিটন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।