শিরোনাম
ঢাকা, ৪ মার্চ, ২০২৩ (বাসস) : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আজ রাজধানীতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লেয়ার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার জাদুঘর পরিদর্শন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লেয়ার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ্এবং সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাদুঘরে তাকে স্বাগত জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
ব্লেয়ার দুই দিনের এক সফরে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেন।