শিরোনাম
ঢাকা, ৬ মার্চ, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য টিআরআইপিএস চুক্তির আওতায় ছাড়ের বিধান অব্যাহত রাখতে ডব্লিউটিও’র কাছে জমা দেওয়া আবেদন সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি স্বল্পোন্নত দেশগুলোর জন্য তাদের উত্তরণের পরেও নির্দিষ্ট সময়ে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানান।
কাতারের দোহায় অনুষ্ঠিত এলডিসি গ্রুপের শীর্ষ সম্মেলনে দেশের পক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এলডিসি দেশের জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের স্বার্থে এই আহ্বান জানান।
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের বাণিজ্য-সম্পর্কিত দিকগুলোর চুক্তি (টিআরআইপিএস) হচ্ছে- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সমস্ত সদস্য দেশের মধ্যে একটি আন্তর্জাতিক আইনি চুক্তি।
স্বল্পোন্নত দেশগুলোর জন্য ডব্লিউটিও পরিষেবা মওকুফের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর দ্বারা প্রদত্ত পরিষেবাগুলোর সঙ্গে বিশেষ করে আইটি-সক্ষম পরিষেবাগুলোর জন্য তাদের চাহিদাগুলোকে সমন্বিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার পরামর্শের জন্য ধন্যবাদ জানান যে এলডিসি থেকে উত্তরণ অবশ্যই শাস্তি নয় পুরস্কৃত করা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরে কার্যকর বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিদেশীয় সহযোগিতার মাধ্যমে অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে তার স্বদেশী উন্নয়ন অভিজ্ঞতা শেয়ার করার জন্য বাংলাদেশের প্রস্তুতির কথাও তুলে ধরেন।
এলডিসিএস অর্থনীতির জন্য রেমিট্যান্সের গুরুত্বের ওপর জোর দিয়ে মোমেন গন্তব্য দেশগুলোকে রেমিটেন্সের লেনদেনের খরচ কমানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী উৎস, ট্রানজিট ও গন্তব্য দেশে অভিবাসীদের মর্যাদা নির্বিশেষে তাদের সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানান।