বাসস
  ০৮ মার্চ ২০২৩, ১৯:৪২

সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে নিহত বেড়ে ১৯ : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ৮ মার্চ, ২০২৩ (বাসস) : রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে উন্নীত হয়েছে। এছাড়া এই ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
আজ সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বাসসকে জানান, আজ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃত. ব্যক্তির নাম মমিন উদ্দিন সুমন (৪৪)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। 
এদিকে রাজধানী গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দি লাইফ সেভিং ফোর্স বাহিনী ।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা (সদস্য সচিব), ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক (সদস্য) এবং উপসহকারী পরিচালক শামস আরমান (সদস্য)।