বাসস
  ১৫ মার্চ ২০২৩, ২০:০৭
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:১২

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ

ঢাকা, ১৫ মার্চ, ২০২৩ (বাসস): সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৩-২৪ সেশনের প্রথম দিনের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত আজ ভোটগ্রহণ চলে।
নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জান বাসসকে জানান, আজ সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল ১৬ মার্চ সকাল ১০টা থেকে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।   
আজ ভোট চলাকালীন বেলা সাড়ে তিনটার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রের প্যান্ডেলে হামলা ও ভাংচুর করে। এ সময় তারা প্যান্ডেলের ফ্যান, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বার ভবন এলাকায় পাল্টা শ্লোগান ও প্রতিবাদ মিছিল করে। এতে বার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন আইনজীবী ও সাংবাদিক আহত হয়।  
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে (সাদা প্যানেল) সভাপতি পদে বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে আবদুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এই প্যানেলে দুই সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী এবং দুই সহ-সম্পাদক পদে এবিএম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ প্রতিদ্বদ্বিতা করছেন। 
সাত সদস্য পদে রয়েছেন মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানাকে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদের জন্য লড়ছেন। 
নীল প্যানেলের দুই সহ-সভাপতি পদে প্রার্থী হলেন- হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দুই সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো.আব্দুল করিম। সাতটি সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন- ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।
এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতির দুটি পদে ৫ জন, সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহসম্পাদকের দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৭টি সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী রয়েছেন।
আজ ১৫ ও কাল ১৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা নেয়া হয়। ৫ মার্চ বিকেল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭ টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।