শিরোনাম
মাদারীপুর, ১৯ মার্চ, ২০২৩ (বাসস) : মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে বাসসকে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মারা যাওয়া দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসস’র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, আজ বেলা ১১টার দিকে এই দু’জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরা হলেন- শেখ ফয়সাল আহমেদ (৩৬), আব্দুল হামিম (৫৫), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৪০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।
আজ সকাল সাড়ে ৭টায় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। এরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং সড়কের নিচে খাদে পড়ে যায়।