শিরোনাম
ওয়ারশ, ৫ এপ্রিল, ২০২৩(বাসস ডেস্ক): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পোল্যান্ড এসে পৌঁছেছেন।
ওয়ারশ বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে দেশের বাইরে তার ব্যাতিক্রমী সফরের এটি সর্বশেষ।
পোলিশ প্রেসিডেন্ট কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা মার্সিন প্রোজাইডাকস টিভিএন২৪ টেলিভিশনকে বলেছেন, প্রেসিডেন্ট পোলিশ সীমান্ত অতিক্রম করেছেন। তিনি এখন পোলিশ অঞ্চলে।
উল্লেখ্য, ন্যাটো সদস্য পোল্যান্ড রুশ আগ্রাসন মোকাবেলায় কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মিত্র। এছাড়া দেশটি ইউক্রেন থেকে পালিয়ে অসংখ্য লোককে আশ্রয় দিয়েছে।