বাসস
  ১৭ এপ্রিল ২০২৩, ১৭:২১

সুদানে জাতিসংঘ কর্মীদের মৃত্যুর নিন্দা ও 'অবিলম্বে ন্যায়বিচার' দাবি গুতেরেসের

জাতিসংঘ, (যুক্তরাষ্ট্র), ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস  রোববার সুদানে সংঘর্ষে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীসহ কয়েক ডজন বেসামরিক লোকের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।
জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস উত্তর দারফুরে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মী নিহত এবং আরো দুজন গুরুতর আহতসহ বেসামরিক লোকদের হতাহতের তীব্র নিন্দা  এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
ডুজারিক আরো জানান, জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার এবং আঞ্চলিক নেতা ও সুদানী কর্তৃপক্ষের মধ্যে এই সঙ্কট নিরসনের একটি উপায় খুঁজে বের করতে ‘সংলাপে প্রত্যাবর্তনের’ জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।
‘মহাসচিব পক্ষগুলোকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং জাতিসংঘ সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা, তাদের প্রতিজ্ঞা এবং তাদের সম্পদের প্রয়োজনীয় নিরাপত্তার কথা মনে করিয়ে দেন ।’
কূটনৈতিক সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার রুদ্ধদ্বার বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে।
সুদানী সশস্ত্র বাহিনী ও একটি প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে দু'দিন ধরে চলমান শহুরে যুদ্ধ কমপক্ষে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা আঞ্চলিক উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিবেশী মিশর ও সাদ সুদানের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে।