বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১৯:০৬

কুমিল্লায় অসহায় ও দরিদ্রদের মধ্যে মহিলা আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ১৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ দরিদ্র ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
আজ দুপুর ২টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শতাধিক পরিবারের মাঝে উপহার তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা খাতুন পারুল এবং কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কোহিনুর বেগম। 
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কোহিনুর  বেগম বাসসকে বলেন, ‘আমরা অসহায় ও গরীব এমন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।’ 
তিনি বলেন, নৌকার বিজয়ের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা মাঠে কাজ করছি।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলা  থেকে আগত  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।