শিরোনাম
চট্রগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর পৌনে ১টা নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। সবগুলো ইউনিট ২ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
এদিকে রেললাইনের পাশে এ অগ্নিকান্ডের পর ট্রেন চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ডে বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।