বাসস
  ২৩ মে ২০২৩, ১৬:১৩
আপডেট : ২৩ মে ২০২৩, ১৯:২৭

মতিঝিল আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে হাইকোর্টে তলবের আদেশ প্রত্যাহার

ঢাকা, ২৩ মে, ২০২৩ (বাসস): মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলবের আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সংক্রান্ত রিটের বিষয়ে পুনরায় আদেশের জন্য কাল বুধবার ২৪ মে দিন ধার্য করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বাসসকে এ কথা জানান।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতের আদেশ না মানায় এ বিষয়ে ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করে সকালে আদেশ দিয়েছিল আদালত। আগামী ১ জুন তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছিল।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী এটর্নি জেনারেল এম এম সারোয়ার পায়েল।
আদালত সূত্র জানায়, আদালতের তলব আদেশের পর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষের একজন আইনজীবী আদালতকে বলেন, রিটকারীরা কিছু ভুল তথ্য দিয়েছেন। এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। আমরা এই মামলায় শুনানি করতে চাই। এসময় তলবের আদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়। পরে আদালত আদেশ রিকল করেন এবং পুনরায় আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।
ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পান মো. আনিসুর রহমান। তার থেকে বেশি ভোট পাওয়া দুইজনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়। এই দুইজনের মধ্যে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু সন্ত্রাসীদের গুলিতে মারা যান। 
টিপু মারা যাওয়ার পর আনিসুর রহমান তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে তাকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আবেদনে সাড়া না দেওয়ায় আনিসুর রহমান হাইকোর্টে রিট করেন। 
রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশের ৩০ দিন অনেক আগে পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আজ রিট শুনানির এক পর্যায়ে আদালতের আদেশ পালন না করায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেন আদেশ দিয়েছিলেন আদালত। পরে সে আদেশ প্রত্যাহার করে কাল ফের শুনানির জন্য ধার্য রাখা হয়েছে।