বাসস
  ০৫ জুন ২০২৩, ১১:০৪
আপডেট : ০৫ জুন ২০২৩, ১২:১৯

দোনেৎস্কে ইউক্রেনের ‘বড় ধরনের’ হামলা

মস্কো, ৫ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার সামরিক বাহিনী সোমবার বলেছে, তারা মস্কো অধিভুক্ত দোনেৎস্কে ইউক্রেন বাহিনীর ‘বড় ধরনের হামলা চালিয়েছে। তবে রুশ সামরিক বাহিনী দাবি করছে তারা এই হামলা’ প্রতিহত করেছে। খবর এএফপি’র।
কিয়েভ কয়েক মাস ধরেই বলে আসছে, তারা বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হারানো ভূখ- পুনরুদ্ধারের আশায় কিয়েভ এমন অভিযানের প্রস্তুতি গ্রহণ করে।
লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের পাশাপাশি দোনেৎস্ক হচ্ছে ইউক্রেনের চারটি ভূখ-ের অন্যতম যা রাশিয়া সেপ্টেম্বরে তাদের ভূখ-ের সাথে সংযুক্ত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বোরবার জানায়, এই অঞ্চলের দক্ষিণে ‘শত্রুরা সামনের পাঁচটি সেক্টরে বড় ধরনের হামলা শুরু করেছে।’
মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘শত্রুর মোট ছয়টি যান্ত্রিক এবং দু’টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন এই হামলায় অংশ নেয়।’
তারা আরো জানায়, তাদের মতে ইউক্রেনের সেনারা সামনের সেক্টরে সবচেয়ে জোরালো হামলা চালায়।
‘শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এক্ষেত্রে তাদের কোন সাফল্যও ছিল না।
মন্ত্রনালয়ের দেয়া এই যুদ্ধের এক ভিডিও পোস্টে ইউক্রেনের সাঁজোয়া যানগুলোকে প্রচ- বেগে প্রতিরোধে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
১৫ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত থাকা এই সংঘাত চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে বেড়ে যেতে দেখা যাচ্ছে।