বাসস
  ১২ জুন ২০২৩, ১০:৩৯

আরেকটি গ্রাম পুনর্দখলের ঘোষণা ইউক্রেনের

কিয়েভ, (ইউক্রেন), ১২ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেন বলেছে, তার বাহিনী পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের নেসকুচনে গ্রাম পুনরুদ্ধার করেছে।
দেশটির পাল্টা হামলা শুরুর পর এটি তার দ্বিতীয় অর্জন।
কয়েক মাস ধরে প্রত্যাশা তৈরির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন,  রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চলছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর এএফপি’র।
সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের ব্লাগোদাতেœ গ্রামটি পুনরুদ্ধারের পর রাষ্ট্রীয় সীমান্ত রক্ষী বাহিনী একই অঞ্চলের নেসকুচনেও আবার কিয়েভের পতাকা উড়ছে বলে জানিয়েছে।  
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন তার হাতছাড়া অঞ্চল পুনরুদ্ধার করার জন্য বিশেষভাবে সুরক্ষিত রাশিয়ার সামরিক লাইনগুলোর দুর্বলতা খুঁজছে।
ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার শনিবার বলেছে,  কিয়েভ বাহিনী অন্তত চারটি ফ্রন্ট লাইন এলাকায় পাল্টা হামলা পরিচালনা করেছে।