বাসস
  ১৩ জুন ২০২৩, ১৩:৫৩
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৪:০৩

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ নগরীতে রাশিয়ার বিমান হামলা

কিয়েভ (ইউক্রেন), ১৩ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার বিমানবাহিনী মঙ্গলবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ নগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে ‘হতাহতের ঘটনা ঘটেছে’ এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিয়েভ ও অন্যান্য নগরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেইভি রিহ’র সামরিক প্রশাসন প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম বার্তায় বছেছেন, ‘একেবারে নির্ভুল শক্তিশালী’ হামলার বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন ছিল।
তিনি বলেন, সেখানে হামলার পর থেকেই ‘অ্যাম্বুলেন্স পরিষেবা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। সেখানে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভবনটির ধ্বংস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেন, ‘ক্রেইভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘সেখানে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।’ পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী এবং দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ শহরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।