শিরোনাম
ম্যানিলা, ১৮ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশের কাছে রবিবার সকালে একটি ফেরিতে আগুন লেগে যায়। এ সময় ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিল, তবে এ দুর্ঘটনায় কেউ হতহত হয়নি। ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) এ কথা জানায়।
পিসিজির মুখপাত্র আরমান্দো বালিলো বলেন, পাংলাও দ্বীপের কাছে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এম/ভি এস্পেরানজা স্টার ফেরিটিতে আগুন লাগে। খবর সিনহুয়া’র।
সেবু নগরীর পিসিজি স্টেশন সিনহুয়াকে জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। পিসিজি আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপপুঞ্জ ফিলিপাইনে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে থাকে।