বাসস
  ২০ জুন ২০২৩, ২১:১৮
আপডেট : ২০ জুন ২০২৩, ২৩:১৮

এলডিসি উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির নবম সভা অনুষ্ঠিত 

ঢাকা, ২০ জুন, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলডিসি গ্রাজুয়েশন (উত্তরণ) সংক্রান্ত জাতীয় কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায়, বিভিন্ন উপ-কমিটি বাংলাদেশের উত্তরণের সময়কাল যেমন সুযোগ, চ্যালেঞ্জ এবং একটি উন্নয়নশীল দেশ হিসাবে কাজের তালিকা সম্পর্কিত তাদের প্রতিবেদন উপস্থাপন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, বাংলাদেশের দ্রুত প্রস্তুতির জন্য সরকার বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিও (সিডিপি) বাংলাদেশের উত্তরণের জন্য সরকারকে সহায়তা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা দেশী এবং বিদেশী উভয় থিঙ্ক-ট্যাঙ্ক থেকেও সহায়তা নিচ্ছে।
মুখ্য সচিব ব্যবসার পরিবেশ সহজ করতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ট্যারিফ  যৌক্তিককরণ, শুল্ক, ভ্যাট, ট্যাক্স সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেন।
তিনি আরও বলেন, এই লক্ষ্যে নিয়ে কমিটি লজিস্টিক উন্নয়ন, বাজার বৈচিত্র্যকরণ এবং পণ্য বৈচিত্র্যকরণের মতো চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কাজ করছে।