বাসস
  ২৫ জুন ২০২৩, ২১:০৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বার্ষিক কর্মচুক্তি- এপিএ স্বাক্ষরিত 

ঢাকা, ২৫ জুন, ২০২৩ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ ১৩টি দপ্তর ও সংস্থার সঙ্গে ২০২৩-’২৪ অর্থ বছরের জন্য কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সংস্থা প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করেন। 
তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), তথ্য অধিদফতর (পিআইডি), গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার,  বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান ও প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষরে অংশ নেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এপিএতে স্বাক্ষর করেন।  
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বাড়াতে, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় গত ২০১৫-১৬ অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এনুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট-এপিএ) প্রবর্তন করে সরকার।