শিরোনাম
নিউইয়র্ক, ৭ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : নিউইয়র্কে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ডাবল-ডেকার বাসের সাথে দ্বিতীয় আরেকটি বাসের সংঘর্ষে অনেক যাত্রী আহত হয়েছে। এতে আহত কমপক্ষে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের উপ-প্রধান কেভিন মারফি বলেন, ম্যানহাটনের গ্রামারসি পার্ক এলাকার কাছে ফার্স্ট এভিনিউ বরাবর সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের ছবিতে খোলা ছাদের একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে নিউইয়র্ক সিটি পরিচালিত একটি বাসের পেছনে ধাক্কা খেতে দেখা যায়।
দমকল বিভাগের জরুরি চিকিৎসা সেবা শাখার উপ-প্রধান পল হপার বলেন, ‘দুটি বাসের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
হপার আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে এসেছি। এদের কারো কোন প্রাণঘাতী আঘাত নেই।’
তিনি বলেন, দুটি গাড়ির আরো ৬৩ জন যাত্রীকে ঘটনাস্থলে চিকিৎসকের মূল্যায়নের আওতায় রাখা হয়েছিল।
হপার বলেন, এ দুর্ঘটনায় অনেকের শরীর কেটে যায়। আবার অনেকে ঘাড়ে ও মাথায় আঘাত পান এবং কয়েকজনের হাড়ে সন্দেহজনক ফাটল দেখা যায়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।