শিরোনাম
রিও ডি জানেরিও, ৯ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ দখলে থাকা একটি ভবন আংশিক ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে।
জীবিতদের উদ্ধারে চালানো তল্লাশি অভিযান শেষ করার প্রেক্ষিতে কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
এর আগে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়। উদ্ধারকারীরা পরে আরো তল্লাশি চালিয়ে এক নারী ও দুই শিশুকে উদ্ধার করে। খবর এএফপি’র।
পার্ণামবুকো রাজ্যের পাউলিস্তা শহরে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলেছে, একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সের সাথে সংযুক্ত তিন তলা ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। কিন্তু এরপর থেকে অবৈধভাবে কিছু লোক সেখানে বাস করছিল।
উল্লেখ্য, এর আগে এপ্রিলে একই রাজ্যের অলিন্দা শহরে একই ধরনের ঝুঁকিপূর্ণ একটি ভবন ধসে ছয় জনের মৃত্যু হয়।