শিরোনাম
মস্কো, ১৭ জুলাই, ২০২৩(বাসস ডেস্ক): আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় গণভোট নিশ্চিত করতে কয়েকশ’ ‘অভিজ্ঞ’ ওয়াগনার যোদ্ধা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পৌঁছেছে।
রাশিয়ার একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানি রোববার এ কথা জানিয়েছে।
অফিসার্স ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি (ওইউআইএস) টেলিগ্রামে বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে কাজ করতে প্রশিক্ষকদের নিয়ে আরেকটি বিমান বাঙ্গুই পৌঁছেছে।
ওইউআইএস এক বিবৃতিতে আরো বলেছে,ওয়াগনার কোম্পানির কয়েকশ’ অভিজ্ঞ পেশাদার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে কর্মরতদের সাথে যোগ দিচ্ছে।
ওইউআইএস বলছে, রাশিয়ান প্রশিক্ষকরা ৩০ জুলাইয়ের জন্যে নির্ধারিত সাংবিধানিক গণভোটের প্রত্যাশায় নিরাপত্তা নিশ্চিত করতে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীতে সৈন্যদের সহায়তা অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র বলছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ওয়াগনার গ্রুপের অগ্রগামী দল ওইউআইএস। এটি পরিচালনা করছে রাশিয়ার আলেকজান্ডার ইভানভ। জানুয়ারিতে আমেরিকার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ওইউআইএসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রশিক্ষকরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নিরাপত্তা বাহিনীকে গত পাঁচ বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে।
উল্লেখ্য, সমস্যাগ্রস্ত দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ওয়াগনারের ভাড়াটে সৈন্যরা ইতোমধ্যেই সরকারকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। দেশটিতে ৩০ জুলাই একটি সাংবিধানিক পরিবর্তনের জন্যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে যা প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসাতে সহায়তা করতে পারে।