শিরোনাম
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদেরকে হয়তো আরও কষ্টকর পথ অতিক্রম করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা ও বিকাশ সাধনে দেশের মানুষকে আরও বেশি তৎপর হতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে-এটাই হোক নতুন বছরে আমাদের অঙ্গীকার।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, নতুন বছরটি সকরের জন্য হয়ে উঠুক আনন্দময়।