শিরোনাম
ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস): ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে সারাদেশে আজ ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইফা মহাপরিচালক (জেলা জজ) আ. ছালাম খান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন বছরের প্রথম দিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের অধীনে মোট ৭৪ হাজার ১০টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকি ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত।