শিরোনাম
ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানার মামলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. কাউসার আহম্মেদ সারোয়ারকে (৩৪) কারাফটকে জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
কাউসারকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আসামীর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে কারাফটকে কাউসারকে দুইদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
এর আগে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে কাউসারকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এসময় তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্লোগান দেয়। এ ঘটনায় সেদিনই কলাবাগান থানায় মামলা দায়ের করে পুলিশ।