বাসস
  ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭

জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে : নজরুল ইসলাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণ ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করলে নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে ঢাকা।

আজ শনিবার ওয়ারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রত্যাশিত পুলিশ হতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা পাশে থাকলে ঢাকা শহরের অপরাধ সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। আপনারা যেমন জনবান্ধব পুলিশ চান আমরাও তেমনি পুলিশ বান্ধব জনগণ চাই।

তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। 

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ওয়ারী থানা এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।