বাসস
  ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মো. রেজানুর রহমান

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। ছবি: পেট্রোবাংলার ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা রেজানুর রহমান মাঠ পর্যায়ে, স্থানীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন ও দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক এবং আইটিসি নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।