শিরোনাম
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ বছর পর মা-ছেলের মিলন দেখে কেঁদেছে পুরো জাতি।
আজ বৃহস্পতিবার বিকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গণে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ও গণমানুষের হৃদয়ের নেত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া দেশের জন্য রাজনীতি করার অপরাধে এক সন্তান হারিয়েছেন। আরেক সন্তানের কাছ থেকে সাড়ে ৭ বছর দূরে থেকেছেন। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার রুদ্ররোষের কারণে তারেক রহমান মিথ্যা মামলায় এখনো বিদেশে আছেন। ফলে খালেদা জিয়া নিজ সন্তানকে আদর করতে পারেননি, তার সন্তান তারেক রহমানও দীর্ঘবছর মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমাতে পারেননি।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার জৈষ্ঠ পূত্র ইশরাক হোসেন পেশায় ইঞ্জিনিয়ার হলেও বর্তমানে তিনি বিএনপির সক্রিয় রাজনীতিতে সরব রয়েছেন।
ইশরাক হোসেন বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. ইউনুসের নেতৃত্বে যখন এ সরকার আসে তখন আমরা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দেশ হয়ত গণতন্ত্রের দিকে এগুবে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যত দিন যাচ্ছে দেশে একটার পর একটা অনাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। সচিবালয়ের মতো কঠোর নিরাপত্তা বেষ্ঠিত স্থানে রাষ্ট্রের গুরত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়াসহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব ঠেকাতে এ সরকার ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে পতিত স্বৈরশাসকের বিচার করা দুরূহ হয়ে পড়বে।’
এ সময় ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আফসার মাসুদ, সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, ওয়ার্ড বিএনপি নেতা এম এ সাহেব মন্টু, আজিজুল ইসলাম আজিজ, জাবেদ কামাল রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।