বাসস
  ১০ জানুয়ারি ২০২৫, ২০:০৯

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিএনজি চালক আশরাফুল ইসলামকে  উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড  পাঠিয়েছে  সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে  তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে  বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে আশরাফুল ইসলামকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি  থাইল্যান্ডের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে আশরাফুল ইসলামের  চিকিৎসা  করানো হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দ্যেগে এ নিয়ে ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো।  যার মধ্যে দ’ুজনকে সিঙ্গাপুর এবং বাকি  ১১ জনকে  থাইল্যান্ড  পাঠানো হয়েছে বলে এক তথ্য বিবরণীতে  জানানো হয়েছে।