বাসস
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৩

ছাত্রলীগ নেতা চমক একদিনের রিমান্ডে

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলক্ষেত থানার সাবেক উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শিহাবুর রহমান চমকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে খিলক্ষেত থানায় করা মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ড  আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে খিলক্ষেত বোটঘাট এলাকা থেকে শিহাবুর রহমান চমকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৪ অক্টোবর খিলক্ষেত নামপাড়া বোটঘাট দর্জিবাড়ি রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় সদস্য ও সমর্থনকারীরা এক সভার আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৫ অক্টোবর খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে ২৪ জনকে আসামি করে একটি মামলা করেন খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান।