শিরোনাম
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে পালিয়ে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকার কলাবাগান এলাকা থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ইলিয়াছ ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান আজ সোমবার সকালে জানান, ইলিয়াছকে চট্টগ্রামে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের হওয়া মামলাগুলোর ব্যপারে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।
থানা সূত্র জানায়, চট্টগ্রামের মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা একটি সংঘর্ষের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় ভিকটিম সম্রাটকে মারধর করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ আনা হয় সাবেক কাউন্সিলর ইলিয়াছের বিরুদ্ধে।