বাসস
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২১
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৭

প্লট গ্রহণে অনিয়ম: শেখ হাসিনা ও রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পূর্বাচলে প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা (রেহানা সিদ্দিক) ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে সহযোগী আসামি করা হয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ সোমবার এক ব্রিফিংয়ে জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ মামলাগুলো দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ‘রেহানা সিদ্দিক নিজ/পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ (দশ) কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে বিধি-বিধান লংঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকারে তথ্য উদঘাটিত হয়েছে। তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সংশ্লিষ্ট গণকর্মচারীদের প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার প্লট নম্বর -১৩ রেহানা সিদ্দিক-এর নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে উল্লিখিত ধারায় একটি মামলা রুজু করা হয়।’

এই মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

অপর মামলার এজাহারে বলা হয়, ‘রেহানা সিদ্দিকের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ/পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে সংশিষ্ট বিধি-বিধান লংঘন করা হয়েছে বলে অনুসন্ধানকালে তথ্য উদঘাটিত হয়েছে। তার বোন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন। শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার প্লট নম্বর-১১ রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে উল্লিখিত ধারায় একটি মামলা রুজু করা হয়।’

এই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।

অন্য মামলার এজাহারে বলা হয়, ‘রেহানা সিদ্দিকের মেয়ে আজমিনা সিদ্দিক নিজ/পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান লংঘন করা হয়েছে বলে অনুসন্ধানকালে তথ্য উদঘাটিত হয়েছে। তিনি তার বোন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন। শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৯ নম্বর প্লট আজমিনা সিদ্দিকের নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করায় তাঁদের বিরুদ্ধে উল্লিখিত ধারায় একটি মামলা রুজু করা হয়।’

এই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।