বাসস
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৬
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:১৮

এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ১৬ সম্পত্তি জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

আজ মুঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।