শিরোনাম
ঢাকা, ১৪ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বিমসটেক মহাসচিব মহাসচিব ইন্দ্র মণি পান্ডে গত সপ্তাহে নেপাল সফরকালে আঞ্চলিক সহযোগিতা, ভিসা সংক্রান্ত বিষয় এবং সদস্য দেশগুলির মধ্যে সংযোগ নিয়ে আলোচনা করেছেন।
এ সফরকালে মহাসচিব নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবার সাথে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকে দেউবা বিমসটেক-এর প্রতি কাঠমান্ডুর দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পর্যটন, জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও বিমান যোগাযোগ সহ নেপালের উচ্চ অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পান্ডে ২০১৮ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ সফল বিমসটেক শীর্ষ সম্মেলনসহ বিমসটেকের সাফল্যে নেপালের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পর্যটন, সংস্কৃতি, ভিসা সংক্রান্ত বিষয় ও দারিদ্র্য বিমোচনসহ জনগণের সাথে জনগণের যোগাযোগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে নেপাল সরকারের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন মহাসচিব।
বিমসটেক মহাসচিব এছাড়াও নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী দামোদর ভান্ডারীর সাথে সাক্ষাৎ করেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতার বর্তমান অবস্থা ও আঞ্চলিক সংযোগ নিয়ে আলোচনা করেন।
সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বদ্রি পান্ডের সাথে পৃথক সাক্ষাৎকালে, উভয় পক্ষ পর্যটন ও সংস্কৃতির মতো ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার সুযোগ এবং বিমসটেক কাঠামোর মধ্যে এই লক্ষ্যগুলি অর্জনের জন্য সংযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
মহাসচিব পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাইয়ের সাথেও সাক্ষাৎ করেন এবং বিমসটেকের সাফল্যে নেপালের ভূমিকা এবং ভবিষ্যতের অবদানের ব্যাপক বিষয় পর্যালোচনা করেন।
তিনি সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন সচিব গণেশ প্রসাদ পান্ডের সাথেও সাক্ষাৎ করেন এবং সংস্কৃতি, পর্যটন এবং ভিসা সহযোগিতার ক্ষেত্রে বিমসটেকের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের জন্য নেপালের অগ্রাধিকার ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বিমসটেক মহাসচিব সফরকালে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (এনআইআইসিই) আয়োজিত বিমসটেক-এর উপর ইন্টারেক্টিভ সংলাপে অংশগ্রহণ করেন এবং তিনি আঞ্চলিক সহযোগিতা, বিমসটেকের অর্জন, লক্ষ্য ও চ্যালেঞ্জ সম্পর্কে মতবিনিময় করেন।
বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহু-ক্ষেত্রীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) হল দক্ষিণ এশীয় ও দক্ষিণ-পূর্ব এশীয় সাতটি দেশের একটি আন্তর্জাতিক সংস্থা- যার সদস্য হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।