শিরোনাম
।। আবুল কালাম আজাদ ।।
বগুড়া, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস): জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ২০২৪টি ছোট পতাকার বন্ধনে জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়েছে বগুড়ার সোনাতলা উপজেলার শিক্ষার্থী মো. মুজতাহিদুল ইসলাম।
‘আমার পতাকা, আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে এই উদ্ভাবনী কাজের নাম দিয়েছেন ‘ফ্লাগ অব-২০২৪’।
এই পতাকায় বাংলাদেশের জাতীয় পতাকা ছোট ছোট করে ব্যবহার করা হয়েছে ২০২৪টি। কম্পিউটারের সহযোগিতা নিয়ে প্রায় ৫ ফুট লম্বা এই ফ্লাগ অব -২০২৪ নির্মাণ করা হয়। দুই বন্ধু আবু রায়হান মোহাম্মাদ বিন রেজা ও এস এম মাহদী মানসুর সাদকে সঙ্গে নিয়ে প্রায় ৩ মাস সাধনার পর এই পতাকা তৈরি করেন তিনি।
কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. মুজতাহিদুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মো. আব্দুল ওয়াহাবের ছেলে। আবু রায়হান মোহাম্মাদ বিন রেজা ও এস এম মাহদী মানসুর সাদের বাড়িও একই এলাকায়।
২০২৪ সালে জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছিল ছাত্র-জনতা। এই আন্দোলনে প্রাণ দিয়েছেন ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মুজতাহিদুল ১২ আগস্ট থেকে ২০২৪টি পতাকার বন্ধনে জাতীয় পতাকা নির্মাণের উদ্যোগ নেন। তিন মাসের প্রচেষ্টায় ডিসেম্বরের শেষ সপ্তাহে কাজটি সম্পন্ন হয়। ২০২৪টি ছোট ছোট পতাকার বন্ধনে তৈরি করেন ফ্লাগ অব-২০২৪।
পতাকাটির রঙ লাল-সবুজ। যেটি গণহত্যার প্রতীক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। ৫ ফুটের লম্বায় পতাকায় রয়েছে ২০২৪টি ছোট ছোট পতাকার বন্ধন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার প্রতীক হিসাবে সকল শহিদদের স্থান দেওয়া হয়েছে। যারা আহত, অঙ্গহানী ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের স্মরণ করা হয়েছে। একইসঙ্গে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র-জনতাকে এই পতাকার মাধ্যমে স্মরণ করা হয়েছে। পতাকাটির শ্লোগান হলো- ‘আমার পতাকা আমার দেশ ভালোবাসি বাংলাদেশ’।
পতাকা তৈরির কারিগর মো. মুজতাহিদুল ইসলাম জানান, তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেননি। ২০২৪ সালে জুলাই-আগস্টের আন্দোলন দেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে দেশের পতাকা ক্রমেই লাল হতে হতে সবুজ অংশকে ভিজিয়ে দিয়েছিল। আন্দোলনে সেই শহিদদের এই পতাকায় স্থান এবং সেখানে ২০২৪ সালকে দেশবাসীর কাছে স্মরণ করিয়ে দেওয়ার অনুপ্রেরণা থেকে তৈরি করেছেন ‘ফ্লাগ অব-২০২৪’ নামের পতাকাটি। যেখানে ছোট ছোট ২০২৪টি পতাকার বন্ধন রয়েছে।
মুজতাহিদুল আরও জানান, পতাকাটি ২০২৪ সালকে স্মৃতিবহুল ও ঐতিহাসিক করে রাখতে সকল রাজনৈতিক দল এবং জনতাকে সঙ্গে নিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান। ৩ মাস সময় লেগেছে এই পতাকাটি তৈরি করতে।
বগুড়া শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ‘পতাকাটি দেখে তিনি বিস্মিত। একটি পতাকার জন্য কতশত প্রাণ ঝরে গেছে। সেই পতাকা নিজ এলাকায় এভাবে ফুটিয়ে তুলতে দেখে আমি আপ্লুত। এটি বগুড়াবাসীর জন্য গর্ব।’